ফ্রিল্যান্সিংয়ে ভবিষৎ কি?
একটা সময় ছিলো যখন মানুষ ফ্রিল্যান্সিং-কে পার্টটাইম জব বা কাজ হিসেবে বিবেচনা করতো। কিন্তু এখন অসংখ্য মানুষ ফ্রিল্যান্সিংয়ে নিজেদের ক্যারিয়ার গড়ছে। এর কারণ, এখানে অর্থ উপার্জনের মাত্রা অনেক সরকারি-বেসরকারি চাকরি থেকেও অনেক বেশি। যেমন ধরুন, আপনি নির্দিষ্ট একটি বিষয়ে এক্সপার্ট হয়ে উঠলেন। সেটা হতে পারে, ভিডিও ইডিটিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডেভলপ। তাহলে আপনি এত বেশি কাজ পাবেন যে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নতির চরম শিখড়ে পৌঁছে যেতে পারবেন। এবং অতি অল্প সময়ে আপনার অর্থ উপার্জনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবেন। কয়েকবছর পূর্বে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছিলো, তারা হয়তো চিন্তাও করতে পারেনি বর্তমানে এমন একটা অবস্থানে নিজেদের দেখবেন। বাংলাদেশে এরকম অসংখ্য ফ্রিল্যান্সার আছে, যাদের জীবনের গল্প শুনলে আপনি চমকে যাবেন। তারা এখন সফল। আপনিও সফল হতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ে নিজের ভবিষৎ গড়তে পারবেন যদি সেরকমভাবে ইফোর্ট দেন। নিজের দক্ষতাকে কাজে লাগান। প্রযুক্তি আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। সুযোগকে কাজে না লাগাতে পারলে সেটা আমাদের ব্যর্থতা।