ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো বর্তমানের আধুনিক প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেট এর মাধ্যমে কোনো পন্য বা প্রতিষ্ঠানের প্রচারণা করা। কিছু বছর আগেও যেমন মানুষ কোনোকিছুর প্রচারণার জন্য মাইক ব্যবহার করতো, এখন সেটার প্রয়োজন পড়ে না। কারণ এখন প্রযুক্তি এতোটাই উন্নত হয়েছে যে সবার হাতে হাতে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ। তাই এখন প্রচারণার মাধ্যমটাও ভিন্ন। এই যে আপনি দৈনিক ভিডিও দেখতে গিয়ে, গেইম খেলতে গিয়ে বিভিন্ন অ্যাড অর্থাৎ বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছেন। এটাই হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ধরণের প্রকারভেদ রয়েছে। তা নির্ভর করে আপনি কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করবেন। ধরণ অনুযায়ী এর কাজ ও কন্টেন্ট ভিন্ন হবে।
ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদার কারণ :
কুড়ি বছর আগে যখন প্রযুক্তি এতটা উন্নত ছিলো না। তখন কোনোকিছুর প্রচারণা করতে হলে মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগতো। পাড়ায়, মহল্লায় মাইক লাগতো। এখন সেটার দরকার পড়ে না। আপনার ফেসবুকে যদি পাঁচশো ফ্রেন্ড থাকে, তাহলে একটি পোস্টের মাধ্যমেই আপনি কোনোকিছুুর খবর সবাইকে জানিয়ে দিতে পারছেন। অর্থাৎ এখন ইন্টারনেটের মাধ্যমে আপনি চাইলেই আপনার প্রতিষ্ঠান, পণ্য কিংবা নির্বাচনী প্রচারণাও ঘরে বসেই করতে পারছেন। এই যে প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মানকে এত সহজ করে দিয়েছে। এটাকে কাজে লাগিয়েই আধুনিক যুগে ডিজিটাল মার্কেটিং এতটা জনপ্রিয় হয়েছে এবং এর চাহিদা ব্যাপক। যা ভবিষতে আরো বহুগুনে বৃদ্ধি পাবে।এখন প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে সোস্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আলাদা জনবল নিয়োগ দেওয়া হয়, যাদের কাজই হলো অফিসে কিংবা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করা। প্রকৃতপক্ষে বর্তমানে বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিংয়ের এত চাহিদা যা আসলে লিখায় কিংবা বলে শেষ করা যাবে না।
ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ :
ডিজিটাল মার্কেটিংয়ের শাখা প্রশাখা অনেক। এখানে গুরুত্বপূর্ন কিছু প্রকারভেদ তুলে ধরা হলো;
১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ফেসবুক, ইন্সটামগ্রাম, টুইটার সহ সামাজিক যোগাযোগের যতগুলো মাধ্যম আছে, এগুলোতে কোনো পণ্য, প্রতিষ্ঠান কিংবা যেকোনো সার্ভিসের প্রচারণা চালানোটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে প্রায় সকল শ্রেণীপেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
বর্তমানে কারো কোনোকিছু প্রয়োজন হলেই গুগলে সার্চ করে। হতে পারে সেটা কোনো পণ্য কিংবা সেবা। আর যেহেতু এই বিশাল মার্কেটপ্লেসে একই সেবা অনেকেই প্রদান করে থাকে, সেহেতু প্রত্যেকেই চাইবে, সার্চ করার পর তার সার্ভিসটি যেন সহজেই যেকেউ খুঁজে পায়। এই প্রক্রিয়া নিয়ে বিস্তরভাবে কাজ করার নামই হলো SEO বা সার্চ ইঞ্জিন আপটিমাইজেশন।
৩. অ্যাফিলিয়েট মার্কেটিং
পণ্য কিংবা যেকোনো সার্ভিস সরাসরি বিক্রি করে ইনকাম করার প্রক্রিয়াটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। বাংলাদেশে রকমারি, দারাজ, চালডাল সহ বহু ই-কমার্স সাইট এই সিস্টেম ব্যবহার করে। যেমন ধরুন, একটি পণ্য বা সেবার ব্যাপারে ইতিবাচক রিভিউ কিংবা কন্টেন্ট দিয়ে মানুষকে জানানো এবং সেটা বিক্রয় করা।